মেঘের দেশে

মাঝে মাঝে যায় হারিয়ে মন আমার,


মেঘের দেশে, আসে না ফিরে সহজে আর,


বিশেষত যখন একলা মনে,


ভাবি তোমার কথা ক্ষণে ক্ষণে।


 

ঐ মেঘের ভেলায় যেন দুজন বসে,


যাচ্ছি অনন্তকাল ধরে ভেসে,


মাঝে মাঝে করছি সিক্ত অজস্র চুম্বনে,


তোমার গোলাপ রাঙা গাল প্রেমের টানে।


 

তুমি পাখীদের সাথে কও কথা,


আমি মুগ্ধ নয়নে দেখি তা,


তুমি রংধনু যাও ছুঁয়ে ছুঁয়ে,


তোমার ঐ রেশমি কমল হাত দিয়ে।


 

মেঘের রাজ্য যেন এক স্বপ্নপুরী,


সেই রাজ্যে আমরা যেন দুটি ঘুড়ি,


যেন সময় বলে কিছু নেই,


যেন পৌঁছে গেছি পৃথিবীর সিমান্তেই।


 

আমি তোমার আপেলের মত চোখে চোখ রাখি,


দেখি আমি শিশুসুলভ মুগ্ধতায় পূর্ণ তোমার আঁখি,


ভিঞ্চির মোনালিসার মত ওঠো হেসে যখন,


আমি স্বর্গীয় সুখে যেন মূর্ছা যাই তখন!

View kingofwords's Full Portfolio
tags: