তোমাকে সম্মান দেই বলে...

তোমাকে সম্মান দেই বলে,


যা ইচ্ছে তাই করা কি চলে?


সম্মানের মূল্য যদি নাই বা বুঝো,


তবে শিশুই রয়ে গেলে আজও!


 

তিলে তিলে করেছো অর্জন যে সম্মান,


যেসব কাজে বেড়েছে আজ তোমার মান,


করে যাও তা যুগ যুগ ধরে,


দিওনা ঢেলে পানি সেসবের উপরে, দাম্ভিকতার জেরে!    


 

হও তত বড়,


চাও হতে যত বড়,


তবে রেখো মনে প্রতি মুহূর্তে,


আকাশ ছুঁলেও থাকে যেন পা মাটিতে।


 

সম্মানের পাত্র হলে দায়িত্ব যায় বেড়ে,


কখনও তোমার নীতির খুঁটি যেন না নড়ে,


সম্মানের ভিত্তি করো পাথরের মত মজবুত,


অন্যের কল্যাণ করে হও মানুষ নিখুঁত।


 

বাঁচবে যতদিন তুমি,


পাবে সকলের আশীর্বাদ তুমি,


এমনকি মৃত্যু এসে যদি নেয় ছিনিয়ে তোমার আত্মা,


পরকালে পাবে শান্তি, দেবে পুরষ্কার করুণাময় বিধাতা।

View kingofwords's Full Portfolio