রাজনীতি থেকে দূরে

রাজনীতি শব্দটি শুনলেই,


গুলিয়ে ওঠে গা মুহূর্তেই,


স্বার্থপরতা, হিংসা এবং দুর্নীতিতে,


আকণ্ঠ আছে ডুবে রাজনীতি এ দেশটাতে।


 

রাজনীতির নামে চলে ভাগবাটোয়ারা,


রাজনীতির নামে করে দুর্নীতি সব লুটেরা,


সৎ ও দেশপ্রেমিক যারা,


তারা আজ পদে পদে দিশেহারা।


 

জয়জয়কার আজ তাদের,


তোষামোদে ফেনা ওঠে যাদের,


পাচাটারা করছে বাস স্বর্গে আজ,


আতলেমি আর ভাঁড়ামিই তাদের একমাত্র কাজ।


 

দেশ গোল্লায় গেলেও আসে যায় না কিছুই তাদের,


লুণ্ঠনকারীরাই কাণ্ডারি আজ এ সমাজের!


গন্তব্যহীন পথে চলেছে দেশ,


কেউ জানে না এ সবের হবে কবে শেষ?


 

আইনের শাসন আজ অভিধানেই পায় শোভা,


মানব বিবেক যেন আজ অন্ধ এবং বোবা!


প্রার্থনা ছাড়া আর কিই বা আছে করার?


হবে কি দয়া মোদের উপর সেই সৃষ্টিকর্তার।

View kingofwords's Full Portfolio