আলো আছে বলেই জীবন আছে,
আলো আছে বলেই চাঞ্চল্য আছে,
আলো নেই যেথা,
অসভ্যতা ও অন্যায় করে বাস সেথা।
আলো মানেই সত্যের ধারক,
আলো মানেই মিথ্যা বিনাশকারক,
আলো স্বর্গের ছোঁয়া দেয়,
আলো পথহারাকে পথে নেয়।
আলো বাঁচতে শেখায়,
আলো আড়মোড়া ভেঙে হাসতে শেখায়,
আলো উল্লাসের আরেক নাম,
আলোহীন হলেই বিধি বাম!
আলোয় কর সমর্পণ নিজ হৃদয়,
আনো তাদের আলোয়,
আঁধারে পোকামাকড়ের মত মরছে যারা,
প্রতিনিয়ত হয়ে পাগলপ্রায় ও দিশেহারা!
আলোর মর্ম বুঝেছিলেন রবীন্দ্রনাথ ঠিকমত,
করেছিলেন সূর্যের আলোর মত আলোকিত,
অসংখ্য মানব হৃদয়,
ওনার কলমের ছোঁয়ায়, শব্দের আলোয়!