চাঁদ যেন আকাশের কপালে একটা টিপ!

 চাঁদ যায় সরে সরে,

 

লাজুক কোনও রানীর মত ধীরে ধীরে,

 

রাতের আকাশের অহংকার যায় বেড়ে,

 

যখন পৃথিবী মাখে চাঁদের আলো সারা শরীরে।


 

 অজস্র তারাদের ভিড়ে,

 

চাঁদ যেন এক নেতা সকলের মাঝারে,

 

তারাদের মিছিলে রয় চাঁদ সাময়িকভাবে,

 

সে জানে সূর্য খুব শীঘ্রই জেগে উঠবে!


 

চাঁদের আলোয় হয় নববধূর মত সুন্দর রাতের ধরা,

 

ভাবতে অবাক লাগে, কি হত চাঁদের উপস্থিতি ছাড়া?


 সমুদ্রের বুকে যখন চাঁদ করে শিশুর মত খেলা,

 

সমুদ্রের মাঝে তখন যায় ভেসে আনন্দের ভেলা!


 

মাঝে মাঝে কোনও রাতে বিষণ্ণ মনে আমি,

 

যখন জানালার পাশে থামি,

 

মনে হয় তখন এমন সুন্দর চাঁদ যদি,

 

থাকতো রাতের আকাশে আজীবন নিরবধি!


 

কি অসাধারণ হত যদি সময় যেত থমকে!

 

হয় যেমন শিল্পীর আঁকা ছবির বুকে,

 

কিন্তু সে যে হবার নয় কভু,

 

ভাবতে লাগে ভালো, তাই ভাবি তবু!

 

 

যে চাঁদ করেছে জয়,

 

কোটি কোটি মানুষের হৃদয়,


 সে চাঁদ যেন রাতের আকাশে এক নান্দনিক প্রদীপ!

 

চাঁদ যেন আকাশের কপালে একটা টিপ!

 

View kingofwords's Full Portfolio