আমার ঘরের বারান্দার উপরের ভেন্টিলেটরে,
চড়ুই দুটি বেঁধেছে বাসা খুব যতন করে,
বলে তাদের কিপটেমি আর অলসতার ইতিহাস,
যুগ যুগ ধরে এভাবেই করছে ওদের প্রজাতি বাস!
মাঝে মাঝে আমার অনুমতি না নিয়েই,
ঢুকে পড়ে ঘরের অভ্যন্তরেই,
দেখলে আমায় পায় ভয় কে যে!
যেন আর করবে না এ ভুল সহজে!
ওরা জানে যে মানুষ করে না ক্ষতি ওদের,
তাইতো ওরা নির্বিঘ্নে বাধে বাসা তাদের,
মানুষের ঘরে,
আর আনন্দে বেরায় উড়ে।
বারান্দার রেলিং-এ কভু নির্লজ্জ যৌনতায় মাতে,
প্রকৃতিরই নিয়ম এ যে, নব প্রজন্ম আসবে তাতে,
যখন ওদের উপস্থিতি দেখি না সেথায়,
বুকটা আমার কেমন যেন শুষ্ক পুকুরের মত খালি হয়ে যায়।
ওদের সাথে আমার এক অদৃশ্য বন্ধন হয়েছে সৃষ্টি,
এ বন্ধন পাথরের তৈরি দেয়ালের মত অটুট, মধুর মত মিষ্টি,
এ বন্ধন কভু নষ্ট হবার নয়,
এ বন্ধন যেন সভ্যতার পরিচয়!