রয়েছে পাহাড় ঠায় দাঁড়িয়ে তালগাছের মত,
যেন অহংকারের প্রতিমা এক, ভীষণ উদ্ধত,
ঐ চূড়া দেয় উচ্চাকাঙ্ক্ষীদের লোভনীয় হাতছানি,
যেন জয় আর পরাজয়ের অনন্ত খেলা একখানি।
একটি শিশুর চোখে ঐ পাহাড় চূড়া,
রহস্যময়তায় ভরা,
পাখীদের কাছে শান্তির স্থান,
পারে না যেথায় লোভীরা করতে হরণ তাদের প্রাণ।
পাহাড়ের সাথে মেঘেরা সদা প্রেম করে যায়,
ক্ষণে ক্ষণে যায় ছুঁয়ে সীমাহীন ভালোবাসায়,
যেন প্রেমিক খায় চুমু তার প্রেমিকাকে,
যেন একজন বাঁচবে না যদি না পায় আরেকজনকে।
পাহাড়ের গা ঘেঁষে জন্মানো নানা ধরণের গাছগাছালী,
নিঃশব্দে করে প্রকাশ কৃতজ্ঞতা খালি,
এত উঁচু পাহাড় দেখে মনে হয়,
যেন ইচ্ছে তার ঐ দাম্ভিক আকাশটাকে ছোঁয়!
ও পাহাড়! রও দাঁড়িয়ে এমন করে,
একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে,
তোমার মহানুভবতার ঘটে প্রকাশ কবি, লেখকের শব্দে,
তুমি সুন্দর, তুমি আশ্চর্যতার প্রতিমূর্তি প্রকৃতির মধ্যে!