সবুজ টিয়া পাখী,
একটু পরপর উঠে ডাকি,
প্রকৃতির রঙে রাঙা সে,
যায় খুব সহজেই সবুজে মিশে!
টিয়া পাখীর দেখা সহজে না মেলে,
পাহাড়ে হবে যেতে দেখতে হলে,
গাছের গর্তে করে বাস তারা,
অপূর্ব সৌন্দর্যের প্রতীক, নজরকারা!
লাল ঠোঁট যেন মরিচ পাকা,
যেন বিখ্যাত শিল্পীর ছবি পটে আঁকা,
মাঝে মাঝে মনে হয় যেন,
বউ সে গাঁয়ের কোনও!
লোভীদের হাত থেকে বাঁচা কঠিন বেশ,
ধরে খাঁচায় ভরে বিক্রি করলেই জীবন শেষ,
তাইতো টিয়ার বাস লোকালয় ছেড়ে,
অনেক অনেক দূরে।
প্রকৃতির গহনার মত টিয়া পাখী,
দেখলে কেউ একবার আনন্দে ভরে আঁখি,
পাখীরা চায় সহযোগিতা মোদের,
নিষ্ঠুরতা আর স্বার্থপরতায় যেন না করি ধ্বংস ওদের।