বটতলায়

মাঝে মাঝে মনে হয় বাউলের হালে,


গাঁয়ের কোনও এক বট তলে,


ঠায় বসে গাই গান,


গাই জীবনের জয়গান

 

 

বটবৃক্ষ দেবে আমায় ছায়া,


বুলবুলি আর শালিক করবে আমায় মায়া,


শোনাবে সুমধুর গান,


আনন্দে উঠবে ভরে মনপ্রাণ


 

পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদী,

 

কলকল ধ্বনিতে করবে আমায় আকুল নিরবধি,


শনশন বায়ু যাবে মোরে প্রেমিকার মত ছুঁয়ে,


রইবো যখন আমি ধানের নাচন পানে চেয়ে!


  

দেখবো আর হবো বিস্মিত আমি,


করব কৃতজ্ঞতা স্বীকার তাঁর যিনি অন্তর্যামী,


যিনি তোমার আমার সবার স্রষ্টা,


যার ইশারায় চলে এই বিশ্বব্রহ্মাণ্ডটা


 

চেনা অচেনা পথিকের সাথে কবো কথা,


করবো আদান-প্রদান সুখ, দুঃখ, ব্যথা,


বটবৃক্ষের কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নেবার আগে,

 

করবো প্রার্থনা, উঠে মোর প্রাণ যেন নব উদ্যমে জেগে!

View kingofwords's Full Portfolio
tags: