ভালো লাগে না তাকে ছাড়া,
মন যে আজ দলছুট বাছুরের মত দিশেহারা!
সে আসে যখন আকাশের চাঁদ হয়ে,
মুহূর্তে মন আমার যায় সে চুরি করে নিয়ে।
আমার হৃদয় ঢোলের মত উঠে বেজে,
মন যে বসে না কোনও কাজে,
মুরব্বীরা বলেন আমি নাকি গেছি উচ্ছন্নে!
বন্ধুদের মতে আমি নাকি মজনু লাইলী বিহনে!
যে যাই বলুক ভাই,
তাকে আমার চাইই চাই,
সে যে আমার প্রাণ ভোমরা,
বাঁচব কি করে তাকে ছাড়া?
তার জন্য মনে আমার উথাল পাথাল ঝড়!
কবে যে আমার বউ হবে আমি তার বর?
আদৌ সে আমাকে ভালোবাসবে কি না,
তাও ঠিকমত জানি না!
পহেলা বৈশাখে,
মিস করি ভীষণ তাকে,
১৪ই ফেব্রুয়ারি যখন আসে,
মন চায় দেই তাকে উপহার ভালোবেসে।