শিশুর চোখে

 অবাক চোখে,

 

একটি শিশু দেখে,


 কি আছে নদীর ওপারে?

 

কিন্তু বুঝতে না পারে!


 

ভাবে সে প্রায়ই,

 

হয়তো নতুন দেশ নিশ্চয়ই!

 

হয়তো ভয়ঙ্কর কোনও প্রাণীর বাস,

 

এই ভেবে ফেলে সে দীর্ঘ নিঃশ্বাস।


 

মনের ভেতরে সে,

 

কল্পিত প্রাণীর জন্ম দেয় একা বসে,

 

কাউকে দেয় না জানতে কখনও,

 

এতেই তার মহা আনন্দ যেন!


 

একদিন সে ভাবে,


 বাবাকে বলে ওপারে যাবে,

 

বাবার হাতের আঙুল ধরে,

 

কাটাবে দিন ঘুরে ঘুরে।


 

কিন্তু বাবাকে বলা তার,

 

হয় না কভু আর,

 

কৌতূহলের বীজ খেজুর রসের মত,


 জমে একটু একটু করে প্রতিনিয়ত।

 

View kingofwords's Full Portfolio