১৯৭১ এই শুধু নয়,
বাংলাদেশের অবিরাম জয়,
কাড়ে নজর সবার,
এসেছে সময় আজ বিশ্বকে মাতাবার!
ঝড়ের মত গতিতে,
যাচ্ছে এগিয়ে দেশ সফলতার চূড়াতে,
অর্থনীতিতে, ক্রীড়ায় এবং অন্যান্য ক্ষেত্রে,
অক্লান্ত শ্রম দিচ্ছে সবে দিনে কিংবা রাত্রে।
বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাই সালাম,
দেশকে অগ্রসরে ভূমিকা যাদের জানাই সালাম,
দেশপ্রেমকে মনের অংশ করতে হবে এমন,
ছায়ার সাথে দেহের সম্পর্ক যেমন।
যে যাই বলুক ভাই,
দেখিয়ে দেব মোরা কাজের দ্বারাই,
নই মোরা ছোট কারো চেয়ে,
জাতি হিসেবে হয়েছে মাথা উঁচু, দেখছে সবে বিস্ময়ে।
এসো করি অকাট্য শপথ আজ,
দেশের উন্নতির তরে করব সদা কাজ,
স্বার্থপরতার ভুতকে তাড়িয়ে দিয়ে,
ভালোবাসার বীজ করি বপন হৃদয়ে।