যায় যদি বয়ে সমস্যার ঝড় তবু,
ছেড়ো না এ হাত কভু,
রেখো আগলে আমায়,
ঝিনুক রাখে যেমন মুক্তো তার মাঝখানটায়।
তুমি জানো তোমার থাকা কতটা জরুরী,
জীবনে আমার, তুমি যে মোর জীবন তরী,
যেদিন তোমায় প্রথম দেখি,
সেদিন থেকেই তোমার আমার আত্মায় মাখামাখি!
পাখী যেমন ভুলে না কভু গান গাওয়া,
তুমিও ভুলবে না আমায় কভু, মোর মনের চাওয়া,
রাতের আকাশে চাঁদকে আসতেই হয় যেমন,
তোমার কাছে আসি ফিরে বারে বারে তেমন।
লোকে বলে পড়লে প্রেমে নাকি বুদ্ধি লোপ পায়,
করি না আমি একটুও কর্ণপাত সে কথায়,
কারণ আমি জানি তার প্রেমের সুধা পাণ না করলে,
এ নশ্বর জীবন আমার যেত পুরোই বিফলে।
আমি ধন্য তার ভালোবাসার জালে জড়াতে পেরে,
আমি ধন্য একান্ত আপন করে পেয়ে তারে,
আমি ধন্য তাকে স্পর্শ করতে পেরে,
আমি ধন্য পারে সে দিতে জীবন আমার তরে!