মেলার আকর্ষণে,
যায় ছুটে সবে মুগ্ধ নয়নে,
এ যে মানুষের সাথে মানুষের সেতু বন্ধন,
এ যে এক আশ্চর্য প্রাণের স্পন্দন!
কেউ যায় নাগরদোলায় চড়তে,
কেউ বা যায় মিষ্টি মণ্ডা কিনতে,
কারো সাধ জুয়ায় টাকা জেতার,
কারো ইচ্ছে মাটির তৈরি জিনিস কেনার।
ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দের ভেলায় ভাসে,
আনন্দে তাদের চোখে যেন সুখের কান্না আসে!
বড় ভাইয়ের হাত ধরে,
এদিক ওদিক নির্দ্বিধায় ঘুরে।
প্রথমবার যে শিশুটি মেলায় আসে,
তার কাছে সবকিছু অপূর্ব সুন্দর ঠেকে শেষে,
মনে হয় যেন এই অচেনা অজানা মানুষের ভিড়ে,
সে আসে ফিরে বারে বারে!
কি যায় না পাওয়া মেলায়?
আনন্দের নেশায় মন বুঁদ হয়ে যায়,
মেলা প্রাঙ্গণ যেন ছোট এক স্বর্গ,
যায়নি যে মেলায় কভু, সে বড় হতভাগ্য!