মেতেছে রঙে আজ মন প্রাণ,
যাই যেদিকে পাই শুনতে ঢোল, বাদ্যি আর গান,
হাজারো প্রাণ আজ আনন্দের ঐকতানে,
হয়েছে এক বৈশাখের নব ক্ষণে।
কেউ মজেছে ইলিশে,
কেউ পান্তায় পায় মজা শেষে,
কারো সুখ রিক্সায় ঘুরে বেরানোয়,
সকলেই যেন সমান আজ, কেউ বড় বা ছোট নয়!
প্রেমিক প্রেমিকাদের কাছে এ দিন,
যেন স্বর্গীয়, যেন অবারিত স্বপ্ন রঙিন,
রংধনু হয়ে দেয় ধরা হাতে,
নিষ্ঠুর সময়ের সাথে সাথে!
যদিও মুহূর্ত কয়েক পরেই,
ক্ষণস্থায়ী দিন যায় হারিয়ে অতীতের গহ্বরেই,
তবুও হীরার মত মূল্যবান হয়ে রয় অনন্ত কাল,
মুখরিত স্মৃতির জাল।
হাসে কৃষক, হাসে ধনী, হাসে নিস্পাপ শিশু,
হাসতো ঠিকই থাকতো যদি রবীন্দ্রনাথ, নজরুল কিংবা যীশু,
হে বৈশাখ তুমি এসো বারে বারে,
তোমাকে আসতেই হবে, মানবতার তরে, চিরতরে!