কি সুন্দর লাগে তারে!
মনে হয় দেখি প্রাণ ভরে,
সারাদিন সারারাত,
ছুঁয়ে দিয়ে তার তুষার শুভ্র হাত।
ঠোঁটে কারো রইবে না কোনও কথা,
মন রবে মনের সাথে গাঁথা,
হাজারো মধুর স্মৃতির মালা,
করবে মোদের মগজের মাঠে খেলা!
ব্যস্ততা নামক কিছুই থাকবে না,
আমার শত দুষ্টুমি করবে সে হাসিমুখে মার্জনা,
বিদায় বেলায় সূর্য যখন দীর্ঘ লুকোচুরি খেলায় মাতবে,
ঠিক তখন আমার ঠোঁট তার গোলাপের মত ঠোঁট ছোঁবে।
সে চলে যাবার পূর্বের কয়েকটি মুহূর্ত,
চোখে চোখ রেখে থাকব দাঁড়িয়ে যেন মোর চোখ খুব ক্ষুধার্ত,
আবার দেখা করার প্রতিজ্ঞা করলেই,
ছাড়ব তার হাত আমি এক নিমিষেই।
এমন একটি স্বর্গীয় দিন কি ভাগ্যে আমার জুটবে না?
হয়তো পাব তারে একান্তে, হয়তো না, জানি না!
তাকে নিয়ে সুখের ভাবনাই বা কম কি!
কৃতজ্ঞ আমি, সেই তো আমায় শিখিয়েছে ভালোবাসার মানে কি?