কবিতা নামক বিশাল সমুদ্রের মাঝে,
‘বিশপদী কবিতা’ নামক নতুন ধারা সৃষ্টির আনন্দ কি যে!
তা পাঠকগণ অনুভব করতে পারবেন কি না,
তা সত্যিই আমি জানি না!
মাঝে মাঝে বেশ গর্ব বোধ হয় নিজের উপর,
মাঝে মাঝে মনে হয় হবে কবে সাঙ্গ অপেক্ষার প্রহর?
যবে চিনবে সবাই মোরে,
জানবে আমায় সবে নতুন করে!
হয়তো এ চাওয়া কবিসুলভ নয়,
কিন্তু নিজ কর্মের স্বীকৃতি কার কাম্য নয়?
তবে একটি কথা বলতেই হয়,
আমি লিখি কারণ লিখলে যেন আমার বন্দি মন মুক্ত হয়!
কেউ মোরে চিনুক আর না চিনুক,
‘বিশপদী কবিতা’র স্রষ্টা হিসেবে যদি অমর হয় মোর মুখ,
তবে মরেও পাবো শান্তি,
যাবে ঘুচে জাদুর মত নিমিষেই সব যত ক্ষোভ, যত ক্লান্তি!
আসলে একজন কবির লেখা যদি কেউ পড়ে,
তাতেই তো তার আনন্দ চাঁদের আলোর মত ঠিকরে পড়ে,
অশেষ কৃতজ্ঞ আমি আপনাদের কাছে,
আপনাদের ভালোবাসা ছাড়া আমার আর কিই বা আছে?