ভালোবাসার আরেক নাম সে

আমি যাকে পাগলের মত ভালোবাসি,


সে এসেছে, যেন সূর্যের নব শশী,


অপরূপতার অনন্য প্রতীক সে,


যেন উজ্জ্বলতম তারা ঐ রাতের আকাশে!


 

পড়েছি তার প্রেমে আমি বহু আগে,


পারিনি জানাতে মনের ব্যাকুলতা পাছে তার ঘৃণা জাগে,


পাছে সে বন্ধ করে দেয় কথা বলা আমার সাথে,


এসব সাময়িক দুশ্চিন্তাতে।


 

তবে আমি নিশ্চিত সে ঠিকই বুঝে,


আমি তাকে এতটা ভালোবাসি যে,


মরতেও পারি তার জন্যে,


আমার প্রেম খাঁটি যেমন খাঁটি দেশপ্রেম যোদ্ধার, যায় যে রণে।


 

জানি না এর পরিণতি কি হবে?


জানি না অবশেষে সে কি আদৌ আমার হবে?


নাকি আমার অশ্রুসিক্ত নয়নের সামনে দিয়ে,


যাবে হেঁটে উটের মত ধীরগতিতে অন্যের বউ হয়ে!


 

ভবিষ্যৎ নিয়ে চাই না ভাবতে,


কিন্তু না চাইলেও মন যায় ভরে অহেতুক ভাবনা চিন্তাতে,


নিজের মনের উপর থাকে কি শতভাগ নিজের নিয়ন্ত্রণ?


একটাই আশা মোর, হবে সে আমার, শুধুই আমার আপনজন।

View kingofwords's Full Portfolio