অপ্রত্যাশিত যা কিছু ঘটে গেল,
ভুল হয়তো আমারই ছিল,
হয়তো তোমার,
হারানো সময়ের দিকে চেয়ে কি লাভ আর!
কিন্তু স্মৃতি যে বড় একগুঁয়ে,
পায় মজা আমায় কষ্ট দিয়ে,
মগজের উঠোনে অতীতের তিক্ততা করে হাজির,
যখন ইচ্ছে তখন, করে মনের অবস্থা ঝড়ের মত চৌচির।
যে মন কষ্টে কাঁদতে জানে,
আশার আলো কি ফুলের মত ফুটে না সেই একই মনে?