হঠাৎ যে আকাশ কখন,
তরকারী পুড়ে যাওয়ার পর মায়ের বিষণ্ণ মুখের মতন,
,
কালো মেঘের চাদরে গেল ঢেকে,
বুঝতেই পারলাম না, রইলাম তাকিয়ে শিশুর মত অবাক চোখে।
প্রিয় বৃষ্টি করেছে হতাশ আমায়,
ভেবেছিলাম প্রচণ্ড বজ্র বেরাবে দাপিয়ে ঐ উদার আকাশটায়,
বৃষ্টির ফোঁটা নাচবে ধরণীর মায়াবী স্পর্শে,
দেবে ভিজিয়ে সতেজতার তরে, যাবে উল্লাসে মিশে!
আজ এমন অসাধারণ মেঘলা দিনে,
কাটবে কেমনে প্রতিটি প্রহর তুমি বিহনে?