মাঝে মাঝে নিজের কাছেই বেশ অবাক লাগে!
কভু মনে হয় চিনি তারে, কভু অচেনা লাগে,
কি যেন এক অদ্ভুত মায়াজালে,
রেখেছে তারে মনেপ্রাণে আগলে!
কভু মনে হয় আরও কাছে যাই তার,
কভু দ্বিধার পাহাড়ের কাছে মানে হার,
কভু তারে চুম্বনের মাতাল নেশায় মন হয় উচাটন,
কভু করি নিজেরে জিজ্ঞেস- ‘আমি কি আসলেই তার আপন?’
দুনিয়া নামক মায়ার মাঝে তার মায়া বসেছে জেঁকে বেশ,
জানি না সুখ সমাপ্তি হবে, নাকি দুঃখেই হবে গল্পের শেষ!