কাছে থেকেও কত দূরে!
নিয়েছিলাম তোমায় একান্ত আপন করে,
বুঝলে না ভালোবাসা আমার,
হয়তো যোগ্য নও তুমি আমার ভালোবাসা পাবার।
হয়তো আমার জন্ম হয়নি তোমার জন্য,
নাইবা পারলাম হতে আমি ধন্য,
তোমার উষ্ণ বুকে মাথা রেখে নাইবা হল রাতের আকাশ দেখা,
নাইবা হল তোমায় নিয়ে আমার প্রেমের কাব্য লেখা।
তবুও দূর থেকেই যাব ভালোবেসে তোমায় আজীবন,
তুমিই আমার প্রথম প্রেম, প্রথম আপনজন।