কবে যে শেষ হবে অনিয়ম!
হয় না সহ্য আর একদম,
যে যার মত খাচ্ছে লুটেপুটে,
ক্রোধের ড্রাগন অগ্নিমূর্তি হয়ে ভাসে মানসপটে।
মাঝে মাঝে রবি ঠাকুরের “একলা চল রে”,
এ বাণী বড্ড মনে পড়ে,
মনে হয় সব অন্যায় অনাচার,
তাসের ঘরের মত করি ভেঙ্গে চুরমার।
লোকে বলে সবুরে নাকি মেওয়া ফলে,
দিন যায় চলে, কিন্তু মেওয়ার দেখা নাহি মেলে।