আসুক বাধা যত

আসুক বাধা যত,


যতই করুক চেষ্টা ওরা করতে মাথা নত,


মানব না আমি হার,


অন্যায় করব না সহ্য আর।


 

দেব জবাব আহত সিংহের মতন,


হবেই হবে অত্যাচারীদের পতন,


দমকা হাওয়ায় যাবে পাতার মত উড়ে,


সকল দম্ভ, লোভ আর লালসার প্রাসাদ দূরে।


 

সত্যের দামামা বাজতে চলল প্রায়,


নেই নিস্তার ওদের, নেই কোনও উপায়!

View kingofwords's Full Portfolio