অনিশ্চয়তার কালো মেঘ রয়েছে জমে,
কেউ জানে না কখন যে থামে,
হানাহানি, মারামারি,
দুর্নীতি, বাড়াবাড়ি।
স্বাধীন দেশে পরাধীন যেন সবে,
একটাই প্রশ্ন সবার- থামবে রক্তের বন্যা কবে?
কেউ জানে না উত্তর তার,
খুন, গুম হয় খবর প্রতিদিনকার।
তবুও মনের কোনও এক কোণে,
আশার দীপশিখা জ্বলে উঠে ক্ষণে ক্ষণে।