প্রকৃতি দেবে শাস্তি,
তবেই মিলবে স্বস্তি,
এই বিশ্বাস মনের ভেতরে করছে লালন,
কিছু আশাবাদী মানুষজন।
সময়ের শক্তির কাছে দাঁড়ানোর সাহস নেই কারো,
সময় করেছে ঠিক সব আগে, করবে আবারো,
এসো আশার বীজ বুনে,
রই চেয়ে চাতকের মত ভবিষ্যৎ পাণে।
শাস্তি ওরা পাবেই, আজ নয়তো কাল,
উঠবে ন্যায়ের সূর্য হেসে, আসবে নব সকাল।