আবার

আবার শিশুর মত অবাক নয়নে,


রই চেয়ে তোমার পাণে,


আবার তোমায় পাবার স্বপ্নে হাসি,


আবার তোমার কাছেই ফিরে আসি।


 

আবার চাঁদের দিকে তাকিয়ে ভ্রমে হই পতিত,


মনে হয় কি দেখছি? তুমি নও তো?


আবার চোখের জলকে আটকে রাখি,


আবার তোমায় চুমু খাবার স্বপ্ন দেখি।


 

আবার তোমার হাতটি ধরে বলতে চাই ভালোবাসি


আবার এক পলক দেখতে তোমায় পাগলের মত ছুটে আসি!

View kingofwords's Full Portfolio