অর্কেষ্ট্রার ঐক্যতানের মত,
যথার্থ তোমার শারীরিক সৌন্দর্য যত,
তীরের মত তীক্ষ্ণ নাক, হরিণের মত চোখ,
সুচিত্রা সেনের মত মুখ।
ভোরের সতেজ আলোর মত গায়ের রং তোমার,
দেখি যখন তোমায় ঢেউয়ের মত উঠে নেচে প্রাণ আমার,
গোলাপের মত ঠোঁট যেন সৌন্দর্যের বাসা,
বউ হবে একদিন মোর, এ আমার একান্ত আশা।
আমি তব সৌন্দর্যের পূজারী,
আমি তোমায় ভালোবাসি হে নারী!