শেলির কবিতার সেই পশ্চিমা বাতাস,
আসছে নিয়ে পরিবর্তনের সুবাতাস,
সময়ের হাতে খেলনা যেন সবাই,
যাচ্ছে করে যে তার মত কাজ হরহামেশাই।
পেরেছে কি টিকতে কভু অহংকারীর দল?
হয়নি কি পতন তাদের আজ আমায় বল?
সময়ের জটিল কিন্তু সুনিপুণ খেলায়,
মানুষের জয়ী হওয়া বড় দায়।
থাকতে সময় এখনও হাতে বোঝা উচিত তাদের,
দৃষ্টি থাকতেও অন্ধ যারা, বিবেক মৃত যাদের।