সরলতার প্রতিমা তুমি

সরলতার আরেক নাম তুমি,


তোমার শিশুসুলভ সরলতায় মুগ্ধ আমি,


সমুদ্রের পানির মত স্বচ্ছ তোমার মন,


স্নিগ্ধতা ঝরে পড়ে অবিরাম, প্রাণখুলে হাসো যখন।


 

আলোকিত মানুষ বলতে যা বুঝি,


নিস্পাপ, নিঃস্বার্থ যে মানুষটিকে আমি খুঁজি,


সে আর কেউ নয়,


তুমি, শুধু তুমি, জানে মোর হৃদয়।


 

সরলতার প্রতিমা তুমি ওগো, রাজকুমারী আমার,


কবে যে মিটবে প্রতীক্ষা মোর, তোমায় জয় করার?

View kingofwords's Full Portfolio