যার প্রতি অগাধ বিশ্বাস,
সেই করল নাশ,
বিশ্বাস নামক অতি মূল্যবান জিনিসের,
কষ্ট পেলাম বেশীই কেননা মানুষটি যে খুব কাছের।
চলছে এক অদ্ভুত খেলা এ ধরায়,
ভাঙ্গা আর গড়ায়,
কেউ বহু কষ্টে গড়ে, কেউ মুহূর্তে ভাঙ্গে,
অনেক রূপের দেখাও মিলে একই অঙ্গে!
তবুও হতাশার বুকে তীর ছুঁড়ে,
চায় যেতে মন আমার পাখীর মত শান্তির নীড়ে।