যখন তুমি নীল শাড়ি অঙ্গে জড়িয়ে,
মোর দৃষ্টির সীমানায় রও দাঁড়িয়ে,
আমি শিশুসুলভ দৃষ্টিতে অবাক হয়ে,
রই বোকার মত তাকিয়ে।
যখন তোমার কাজল কালো চুল বাতাসে ওড়ে,
যখন তোমার রূপ জোছনার মত ঠিকরে পড়ে,
আমার চোখ তখন মোহাবিষ্ট মানুষের মত,
পলকহীন হয়ে তোমায় দেখে অবিরত।
যখন উজ্জ্বলতম তারার মত তোমার হাসি উঠে জ্বলে,
মন আমার ঢেউয়ের মত উঠে নেচে ধন্য ধন্য বলে!