বিনয় নির্বাসনে!

লোকে বলে হলে বিনয়ী,


যায় নাকি হওয়া সর্বক্ষেত্রে জয়ী!


কিন্তু বাস্তব তো সরলরেখার মত,


নয় সরল এত।


 

বাস্তবতা যেন গরম তেলে ফুটন্ত জিলাপি!


ছাড়ে না সে কাউকে, হোক নিস্পাপ কিংবা পাপী,


বিনয় আসলেই করত মন জয়,


করত এক সময়।


 

হায়রে দুনিয়ার কি অদ্ভুত রীতি!


বিনয়ীকে বলে ওরা ভীরু, দুর্বল অতি!

View kingofwords's Full Portfolio