প্রকৃতির মত সুন্দর তুমি

তুমি প্রকৃতির মত সুন্দর,


জানে আমার এ অন্তর,


তুমি প্রকৃতির মত কভু শান্ত,


কভু আবার উন্মত্ত!


 

চিরসবুজ প্রকৃতির মতই তুমি,


চিরসুন্দর তোমাতে মাতি আমি,


তুমি আমার বলে চাই জানিয়ে দিতে,


সৌরজগতের প্রতিটি নক্ষত্রকে এই মুহূর্তে।


 

আমি যে হারাই আমাকে তোমার চোখের পাণে চেয়ে,


সুখের রাজ্য গড়ব আমি তোমায় সাথে নিয়ে।

View kingofwords's Full Portfolio