জীবনে কি পেলাম আর কি হারালাম?
হিসেব যদি করতে বসতাম,
তবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের পরে,
একটি শুন্য হয়তো রইত পড়ে।
হয়তো বা শুন্য হতে বেশী কিছুটা,
হয়তো কিছু মানুষের উপকারে আসতে পারাটা,
অসীম ভালো লাগার জন্ম দিয়েছে মনে,
সেটাই হীরার টুকরো হয়ে রবে মোর জীবনে।
সবাই হিসেবের পেছনে ঘোড়ার মত ছুটে,
আমি না হয় কচ্ছপের মতন যাই জীবনের পথে ধীরে হেঁটে!