রণক্ষেত্রের যোদ্ধার মত নির্ভীক সে,
বনের বাঘের মত সাহসী,
মানুষের মত বাঁচতে হবে; ভয় কি যদি মরণ আসে?
মরণে নেই লাজ কভু, প্রাণ দিবে বলি হাসি।
কবি নজরুলের বিদ্রোহী কবিতার বক্তার মত,
হতে হবে দৃঢ়, তবেই যাবে অন্যায় নিপাত,
গর্জে উঠতে হবে উত্তাল সমুদ্রের মত,
গুঁড়িয়ে দিতে হবে বিষদাঁত।
হে পথিক! সত্যের পথে ভয় কিসের তোমার,
এসো ন্যায়ের পতাকা ওড়াই, এসো গড়ি দেশ তোমার আমার।