সময় বয়ে যায়,
স্রোতের মত হায়!
শোনে না কারো কথা,
বোঝে না কারো ব্যথা।
জল্লাদের মতন নিষ্ঠুর বড়,
ঝড়ের মত তীব্র,
অন্ধের মত দেখে না কিছুই,
ঘোড়ার মত যেন ছুটছেই।
সময় তুমি থামবে কবে খুব জানতে ইচ্ছে করে,
সময় তোমায় বশ মানাতে কেউ কি কভু পারে?