এক পা বিহীন ভিখারি ছেলেটি,
হাতে ছোট ভিক্ষার বাটি,
নিয়ে চলছে ধীরে ধীরে এগিয়ে,
অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে।
হামাগুড়ি দেয় সে আর তাকিয়ে থাকে,
কেউ করুণা করে দেয় তাকে,
কিছু টাকা, কেউ বা যায় চলে পাশ কাটিয়ে শেষে,
প্রখর রোদে কিংবা ঝড় বৃষ্টিতেও দমে না সে।
ভাগ্যে তার ছিল লেখা এ করুণ জীবন,
জানে না কষ্টের শেষ কোথায়, কবে, কখন?