আমিতো ছিলাম তোমার পাশে,
ছিলেন যেমন রাম সীতার মনের আকাশে,
রাবণের মত যখন ওরা পিছু নিয়েছিল,
আমার মন কি তখন তোমায় ধোঁকা দিয়েছিল?
তোমায় ভালোবেসে যদি হত যেতে নির্বাসনে,
যেতাম তাও খুশী মনে,
সীতার মত কোনও পরীক্ষার সম্মুখীন হতে,
দিতাম না তোমায় কোনওমতে।
রাম যেমন সীতাকে করেছিলেন জয়,
আমিও তো কষ্টে পেয়েছি তোমায়, তবে কিসের ভয়?