অন্ধকারের টানে

 

আলো যেমন মানুষকে টানে,


সকলেই জানে,


অন্ধকারও চুম্বকের মত করে আকৃষ্ট,


তোমায় আমায়, করতে চায় পথভ্রষ্ট।


 

অন্ধকার দুনিয়া ব্ল্যাক হোল নয় কোনও,


একবার করলে প্রবেশ যায় ফিরে আসা তখনও,


যদি মনে থাকে ব্রত যুদ্ধরত সৈনিকের মত, 


যদি আত্মবিশ্বাসে থাকে মন পূর্ণ, যদি মনে করে বাস সত্য।


 

আলো আর অন্ধকারের আজব খেলায়,


নশ্বর মানুষ কাঠের পুতুলের মতই বড় অসহায়।

 

View kingofwords's Full Portfolio