প্রশংসা নাকি চৌর্যবৃত্তি

তোমার প্রশংসার স্রোতে,


যাই ভেসে আমি মুহূর্তে,


বন্যায় যায় ভেসে যেমন করে,


কোনও গাছ উপড়ে পড়ে।


 

মাঝে মাঝে সাধুর মত ধ্যানমগ্ন হয়ে ভাবি,


একাকী নিরালায় যেন আমি কোনও এক কবি,


যিনি আলোর সন্ধানে ব্যস্ত,


যিনি মানব প্রকৃতির রহস্য ভেদে লিপ্ত।  


 

কভু মনে হয় তুমি প্রকৃত গুণের পূজারী,


কভু মনে হয় তুমি এক হিংসুটে নারী!

View kingofwords's Full Portfolio