কি মায়ায় জড়ালে আমায়?
মাছ যেমন জড়ায়,
জালের ভেতর,
তেমনই তোমাতে বিজড়িত আমার অন্তর।
যত চাই যাব দূরে সরে,
চলন্ত ট্রেন যেমন একটু একটু করে,
দিগন্তে যায় জাদুর মত মিলিয়ে,
কিন্তু নাটাইয়ের সুতোর মত যাও তব কাছে নিয়ে!
হিমুর মত মনে মনে ভাবি আমি একাকী নিরালায়,
কেন এত বাসো ভালো নিয়মহীন এই আমায়?