অইছে শুরু ঠাণ্ডার আজব কারবার!
কয়েখদিন তাকিয়া আমরার,
বাক্কা ঠাণ্ডা লাগের,
কিতা যে অইব গরীব মানুষর?
সকাল তাকি সইন্ধ্যা ফর্যন্ত,
খুয়ায় করে বেজান রাজত্ব,
গাও গেরামে চলে পিঠা বানানির ধুম,
ঠাণ্ডায় অয় বাক্কা আরামের ঘুম।
গেরামে কেউ খয়, “আউক্কা আগুন ফুয়াই”,
ব্যস্ত শহরো যায় না দেওয়া ঠাণ্ডার দুয়াই।