সেই কবে গিয়েছিলাম বেড়াতে,
নদী তীরে,
তোমার মোমের মত নরম হাতটি ধরে,
অফুরন্ত ভালোবাসা নিয়ে সাথে।
কিন্তু মনে হয় যেন এইতো সেদিন,
খুব বেশী দিন আগে কি?
আজ এতদিন পরে যখনই নদী দেখি,
মনে ভাসে তোমার সেই দৃষ্টি উদাসীন।
জানিনা সময়ের স্রোত দিয়েছে পৌঁছে তোমায় কোন তীরে?
আজও সেই চেনা তোমায় খুঁজে ফিরি সহস্র মানুষের ভিড়ে।