My Quote

"‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এবং নাই মামার চেয়ে কানা মামা ভালো এই প্রবাদগুলো পরস্পরবিরোধী! ১মটি বলে কিছু থাকার চেয়ে না থাকা ভালো কিন্তু ২য়টি বলে কিছু না থাকার চেয়ে থাকা ভালো! মামা যদি দুষ্টু বা অসত হয় তবে ১ম প্রবাদ মতে তিনি বর্জনীয় কিন্তু ২য় প্রবাদ মতে গ্রহণীয়। দুটো প্রবাদের মধ্যে ভারসাম্য আসে যদি বলি নাই মামার চেয়ে সত কানা মামা ভালো!"


- শব্দরাজ


View kingofwords's Full Portfolio
tags: