“বাজারে এলো নতুন জুস, নাম তার ‘জুস জুস!’
No Preservative, Sugar Free!
লুফে নিন এখুনি!”
আক্কাস মিয়া বিজ্ঞাপন দেখে অত্যন্ত মুগ্ধ! সে “জুস জুস!” কিনতে দোকানে গিয়ে বলে,
আক্কাসঃ ও ভাই! নতুন “জুস জুস!” আছেনি?
দোকানিঃ হ ভাই, আছেতো। দিমুনি একখান?
আক্কাসঃ হ দেও দেহি একখান।
দোকানিঃ এই লও তোমার “জুস জুস!”
আক্কাসঃ “জুস জুস” তো পাইলাম, তয় আমার চিনি কই মিয়া?
দোকানিঃ এ্যা! কও কি মিয়া? চিনি আইবো কোনথাইক্কা? জুস চাইলা জুস দিলাম! চিনির কথাতো কও নাই মিয়া?
আক্কাসঃ তুমি কি আমারে বেকুব পাইছোনি মিয়া? আমি টিভিত বিজ্ঞাপনে দেখছি বারবার কইছে “No Preservative, Sugar Free”! ‘Sugar’ মানেতো ‘চিনি’ নাকি? মিয়া, বাটপারি করার আর জায়গা পাও না! এই রাখো তোমার জুস! আমি অন্য দোকান থাইকা চিনিসহ “জুস জুস!” কিন্না তোমারে না দেহাইলে আমার নাম আক্কাস পাল্টাইয়া ঝাক্কাস রাখুম!
দোকানিঃ এ্যা!