হায়রে প্রোমোশন! [Bangla Story]

        যে দেশে অযোগ্য লোকের প্রোমোশন হয়, যোগ্য লোকের প্রোমোশন কোনও এক অজানা কারণে দিনের পর দিন আটকে থাকে, সেই দেশের উন্নয়ন কখনই ত্বরান্বিত হয় না, কচ্ছপের মতই ধীরে ধীরে এগোয়!

 

        নিহার সকল নিয়ম কানুন মেনে প্রমোশনের জন্য আবেদন করেছে। কোম্পানির নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তার প্রোমোশন পেতে হলে যেসব যোগ্যতা থাকা অত্যাবশ্যক, নিহারের তার চেয়ে বেশীই আছে। কিন্তু তারপরও কেন জানি তার প্রমোশন হচ্ছে না।

 

        প্রমোশনের দরখাস্ত জমা দিয়েছে প্রায় ছয় মাস আগে, কিন্তু কর্তৃপক্ষের দিক থেকে এখনও কোনও সাড়া মেলেনি। নিহার যাকেই প্রমোশনের ব্যাপারে জিজ্ঞেস করে, সে হবে হয়ে যাবে এই ধরণের কথা বলে। কেউ নির্দিষ্ট করে বলে না ঠিক কখন প্রমোশনের জন্য তার সাক্ষাৎকার নেয়া হবে।

 

        দেখতে দেখতে দেড় বছর কেটে যায় কিন্তু নিহারের প্রোমোশন আর হয় না। ইতোমধ্যে তার জুনিয়র দুই তিনজনের প্রমোশন হয়ে গেলেও তার হচ্ছে না! হতাশা তার মাথায় ঝড়ে ভেঙে পড়া গাছের মত আছড়ে পড়ে। সে বুঝতে পারছে না যে কি কারণে তার প্রমোশন হচ্ছে না। এমনও নয় যে তার বিরুদ্ধে কোনও সিরিয়াস অভিযোগ আছে। তাছাড়া সে চাকরিতে যোগ দেয়ার পর থেকে আজ পর্যন্ত বেশ নিষ্ঠা এবং সতর্কতার সাথেই তার কাজগুলো করে এসেছে।

 

        নিহারকে প্রায়ই অফিসে হতাশ থাকতে দেখে তার সহকর্মী আবেদ একদিন তাকে বলে,

 

- কি ব্যাপার, আপনি এভাবে মনমরা হয়ে থাকেন কেন?


- কই? তেমন কিছু না!


- আপনি না বললেও সবাই বুঝতে পারেন যে আপনার মন ভালো নেই। কি ব্যাপার বলুনতো?


- বললামতো কিছু না!


- দেখুন, আপনি আগেতো এমন ছিলেন না! ইদানীং আপনাকে বেশ বিমর্ষ লাগে বলেই প্রশ্নটা করেছি। আপনি নিশ্চিন্তে আমার সাথে শেয়ার করতে পারেন।


- আসলে আমার প্রোমোশন হচ্ছে না কেন এই চিন্তায় আমার মন খুব খারাপ থাকে। কাজেকর্মেও আগের মতন উদ্যম পাই না।


- আপনি বসের সাথে একবার সরাসরি কথা বলুন।


- হ্যাঁ, তাই ভাবছি। দেখি কি হয়।


- আর দেরী করবেন না; পারলে আজই কথা বলুন। কেন হচ্ছে না, কবে হবে ইত্যাদি কোনও কিছু সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন তাই না?

 

- আপনি ঠিকই বলেছেন। আমি আজই কথা বলবো।


- ভালো থাকবেন। পরে কথা হবে।


- আপনিও ভালো থাকবেন। আপনার অনুপ্রেরণামূলক কথার জন্য ধন্যবাদ।

 

        নিহার বসের সাথে দেখা করে বিনীতভাবে এতদিনেও প্রোমোশন না হবার বিষয়ে জানতে চায়,

 

- অনেকদিন থেকে আমি নিষ্ঠার সাথে কাজ করছি। ইতোমধ্যে আমি প্রমোশনের দরখাস্তও জমা দিয়েছি কিন্তু আমাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে না!


- দেখো নিহার, তোমাকে এই মুহূর্তে সরাসরি কিছু বলতে পারবো না। তবে এটুকু জেনে রাখো যে সময় হলে প্রোমোশন হবে।


- সময়টা কখন হবে সেটাইতো জানতে চাই!


- বললামতো, এখন এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। যাও নিজের কাজে মন দাও।

 

        নদীর ঢেউয়ের মত আরও ছয়টি মাস পার হয়ে যায় কিন্তু নিহারের প্রোমোশন আর হয় না। আকাশের চাঁদ হাতে পাবার আকাঙ্ক্ষার মতই তার প্রমোশনও অধরাই থেকে যায়। একসময় সে বুঝতে পারে যে অন্য সহকর্মীদের মত চাটুকারিতা এবং পদলেহন করে না বলেই তার প্রমোশন হচ্ছে না।

 

         আর এক মুহূর্তও দেরী না করে নিহার অন্যান্য কোম্পানিতে সিভি জমা দেয়া শুরু করে। কারণ তার দৃঢ় বিশ্বাস এই যে এখনও সবাই অমানুষ হয়ে যায়নি, কোথাও না কোথাও মানুষের দেখা মিলবে নিশ্চয়ই!

View kingofwords's Full Portfolio
tags: