অচিনপুরের বাসিন্দা [Bangla Story]

       এক্স এবং জেড অনেক অনেক দূরের গ্রহ থেকে এসেছে। তারা জানে যে এই গ্রহের নাম পৃথিবী। তবে তারা এই গ্রহের মানুষ, তাদের আচার আচরণ, জীবন প্রণালী ইত্যাদি সম্পর্কে কিছুই জানে না বললেই চলে। এককথায় এসব ব্যাপারে তাদের জ্ঞান কুয়োর ব্যাঙের মতই!

 

        যাইহোক, ওরা যে স্থানটিতে তাদের বিশাল যানটিকে অবতরণ করে সেটি একটি অত্যন্ত নির্জন পাহাড়ি এলাকা। এখানে জনবসতি নেই বললেই চলে। আসলে এক্স এবং জেড এটা খুব ভালো করেই জানে যে লোকালয়ে তাদেরকে দেখলে পৃথিবীর বাসিন্দারা তাদেরকে মেরে ফেলতে পারে!

 

        আগে পরিস্থিতি ভালো করে বুঝে শুনে তারপর না হয় লোকালয়ে যাওয়া যাবে। এক্স জেডকে বলে,

 

- বন্ধু, কি মনে হয়, পৃথিবীর মানুষ কেমন হবে?


- আমারতো মনে হয় ভালোই হবে।


- আমিও সেরকমটাই আশা করছি। এখন দেখা যাক কি হয়!


- হুম! কোনও অঘটন না ঘটলেই হয়। দরকারি তথ্য যোগাড় করে ভালোয় ভালোয় আমাদের গ্রহে ফিরতে পারলেই শান্তি।


- হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস!

 

        তাদের কথার মাঝখানে হঠাৎ দুইজন লোকের কথা কানে আসে। এক্স এবং জেড ভীষণ ঘাবড়ে গিয়ে ঝোপের আড়ালে চলে যায় ঠিকই কিন্তু তাদের দৈত্যের মতন যানবাহনতো আর লুকানো সম্ভব নয়!

 

        যে দুইজন লোক এদিকটায় হেঁটে হেঁটে আসছে তারা অদূরের গ্রামে বাস করে। একজনের নাম গনি আরেকজনের নাম ইলিয়াস। দুজনেই কথা না বাড়িয়ে হাতে থাকা কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। অকস্মাৎ গনির চোখ গাছের আড়ালে থাকা ভিনগ্রহের বাসিন্দাদের রাখা যানের সামান্য একটু অংশ চোখে পড়তেই সে গরুর মত চোখ বড় করে বলে,

 

- এই ইলিয়াস! এদিকে আয়তো!


- এখন আসতে পারবো না! দেখছিস না কাঠ কাটছি!


- আরে আয় না প্লিজ! এক মিনিটের জন্য আয়!


- উফ! তোকে নিয়ে আর পারি না! এসেছি, কি বলবি বল?


- ঐদিকে কি একটা চকচক করছে না?


- কোনদিকে?


- ঐ যে সোজা ঐদিকটায়!


- হ্যাঁ দোস্ত! ঠিকই বলেছিস! ওদিকে কিছু একটা আছে!


- চল যাই দেখে আসি।


- গাছ কাটবে কে?


- পরে এসে কাটা যাবে।


- আচ্ছা চল যাই।


- চল।

 

গনি এবং ইলিয়াসকে যানবাহনের দিকে যেতে দেখে এক্স এবং জেড ভূত দেখার মতন বেশ ঘাবড়ে যায়। তারা যে কি করবে তাও ভেবে পায় না! এখন দৌড়ে গিয়ে যানে ঢুকে পড়াটাও সম্ভব নয়। তা করতে গেলেই গনি এবং ইলিয়াসের সাথে মুখোমুখি হতে হবে।

 

গনি এবং ইলিয়াস এই বিশাল এবং অদ্ভুত দেখতে যানটি দেখে মূর্ছা যাবার মত অবস্থা। অবাক হয়ে একে অন্যের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে আছে! গনি বলে,

 

- দোস্ত! এটা কি রে?


- এটা কি তা আমি কি করে বলবো?


- এমন জিনিসতো কখনও দেখি নাই! এমন জিনিস যে আছে তাওতো কখনও শুনি নাই!


- এত্ত বড় আর গোল দেখতে জিনিসটা আসলে যে কি তা আল্লাহ্‌ই জানে!


- চল আরেকটু সামনে গিয়ে দেখি!


- হ্যাঁ চল, তবে সাবধান থাকিস! কখন যে কি হয় কিছুই বলা যায় না!


- ঠিক আছে, চল।


- বন্ধু ঐখানেতো খোলা দেখা যায়!


- হ্যাঁ, ঠিক বলেছিস! মনে হয় ভেতরে যাবার রাস্তা!


- চল যাই!


- চল!

 

        গনি এবং ইলিয়াস ঐ যানটির ভেতরে প্রবেশ করে। তাদেরকে এভাবে যেতে দেখে এক্স এবং জেড যে কি পরিমাণ দুশ্চিন্তায় আছে তা শুধু তারাই জানে। মনে মনে এই চিন্তাই করছে যেন কোনও অঘটন না ঘটে!

 

        প্রায় পনেরো মিনিট পর গনি এবং ইলিয়াস অত্যন্ত হাস্যজ্জলভাবে যানের বাহিরে বের হয়ে আসে। তাদের হাতে, শার্ট ও প্যান্টের পকেটে বহু মূল্যবান যন্ত্রপাতি। তাদের ভাব দেখে মনে হয় তারা যেন পাহাড়ের গায়ে লুকিয়ে রাখা আলী বাবা এবং চল্লিশ চোরের খাজানা লুট করে এসেছে!

 

এক্স এবং জেডের আর বুঝতে বাকী নেই যে গনি এবং ইলিয়াস তাদের যান থেকে অনেক দামী এবং প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়েছে। তারা এই দুই চোরের কর্মকাণ্ডে বুঝতে পেরেছে যে এই গ্রহের বাকী মানুষরা কেমন হবে! পৃথিবীতে অবতরণের কয়েক মুহূর্তের মধ্যেই যে এমন একটি বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তা তারা কখনও আশা করেনি।

 

যাইহোক, এক্স এবং জেড জানে যে লোভী চোরেরা ঐ চুরি করা মাল রেখে আবারও ফিরে আসবে। তাদের আসার আগেই এক্স এবং জেড ঘোড়ার মত গতিতে ছুটে গিয়ে যানের অভ্যন্তরে পৌঁছে যায়। চোখের পলকেই যানটি স্টার্ট দিয়ে প্রেতাত্মার মতই বাতাসে মিলিয়ে যায়!

 

এদিকে গনি এবং ইলিয়াস ফিরে এসে ঐ স্থানে সেই যানটি দেখতে পায় না। গনি অত্যন্ত আফসোসের সাথে বলে,

 

- ইস! আরও কত দামী দামী জিনিস ছিল ঐ যানের ভেতরে!


- হুম! ঠিকই বলেছিস! সেগুলো চুরি করে বিক্রি করতে পারলে আমরা লাখপতি হয়ে যেতাম!


- কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কোথায় গায়েব হয়ে গেছে?


- কে জানে? চল যেগুলো চুরি করেছি সেগুলো বিক্রি করতে যাই!


- হ্যাঁ, চল। 

 

        চুরি করা মালগুলো যেই গাছের নিচে রেখেছিল গনি এবং ইলিয়াস এসে দেখে সেগুলো সেখানে নেই! অন্য আরেক চোর ওগুলো দেখতে পেয়ে সুযোগমত সরিয়ে নিয়েছে! এক্স এবং জেড যানের ভেতর থেকে এসবই দেখছে! এক্স আক্ষেপের সুরে বলে, পৃথিবীতে আর কখনই আসবো না!

View kingofwords's Full Portfolio
tags: