নিয়ম মানে না হৃদয় [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

যখন দেখি তাকে,


প্রতিদিন রাতের স্নিগ্ধ জোছনার মত,


নিয়মের বেড়াজাল ছিন্ন করে,


চাই পাশে তাকে ছায়ার মত।


 

সুচিত্রা সেনের মত সে হাসে,


চোখে চোখে কথা হয়,


ঘটে মনের সাথে মনের মিলন,


যাই ছুঁয়ে তারে দুষ্টু বাতাসের মত!


 

ঘরে ফেরার সময় হলে তার,

 

করে মন হাহাকার, আমিও ছুটে যাই মজনু হয়ে!

View kingofwords's Full Portfolio