কিছু কথা ছিল তোমার সনে,
যায় কি তা বলা মনে মনে?
এসো না কাছে প্রাণের সখা,
ধরবো হাতটি তোমার সোহাগ মাখা!
হৃদয়ের গভীরে লেখা নামটি তোমার,
যাবে না মুছে কভু কোনোদিন,
গল্প যত জানা অজানার,
শোনাবো তোমায় ঠিক প্রতিদিন!
কিছু কথা ছিল তোমার সনে,
যায় কি তা বলা মনে মনে?
এসো না কাছে প্রাণের সখা,
ধরবো হাতটি তোমার সোহাগ মাখা!
আকাশের নীলে আর সাগরের জলে,
দেখো না চেয়ে একটিবার,
দিবানিশি সকালে বিকালে,
দেখতে পাবে মুখটি আমার!
কিছু কথা ছিল তোমার সনে,
যায় কি তা বলা মনে মনে?
এসো না কাছে প্রাণের সখা,
ধরবো হাতটি তোমার সোহাগ মাখা!